চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের তল্লাশিতে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল উদ্ধারের পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধীদের দাবি, কামাল হোসেন নামে ওই এসআই নিষিদ্ধ ফেনসিডিলের কারবারে জড়িত।
শুক্রবার (২২ আগস্ট) রাতে জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া এসআই কামাল হোসেন গত মার্চ মাসে লোহাগাড়া থানার ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। গত ২৪ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে পুরস্কৃত করেছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের প্রায় ৩০ জনের একটি দল এ তল্লাশি করেন। সেখান থেকে তিনজনকে আটক করে তারা সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন। লোহাগাড়া থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়।
এরপর শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়া তল্লাশির সময়ের এক ভিডিওতে দেখা যায়, রমিজ নামে আটক একজন নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বলেন, এসআই কামাল তাকে ফেনসিডিলের বোতলগুলো দিয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ ওঠার পর এসআই কামাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’