Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২০:৩০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার আজ সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৬টায় ঢাকার পাকিস্তান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে।

এর আগে, বিকেল ৫টায় তিনি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে দলটির নায়েবে আমির ড. আবদুল্লাহ মো. তাহের নেতৃত্ব দেবেন।

এরইমধ্যে শনিবার দুপুর ২টার দিকে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ইসহাক দার। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন। সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় আলোচনায় আসবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সুন্দরবন থেকে ২ জেলেকে অপহরণ
১১ জানুয়ারি ২০২৬ ২১:৪৭

আরো

সম্পর্কিত খবর