Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৯:১৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২০:৩০

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শনিবার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপদেষ্টা বলেন, ‘আলমগীর মহিউদ্দিন সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় অনেকের নিকট অনুসরণীয় ব্যক্তি। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিন শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সারাবাংলা/জিএস/এইচআই

আলমগীর মহিউদ্দিন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শোকপ্রকাশ