Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে টুকু
দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝেও না, চায়ও না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২০:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝেও না, চায়ও না- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বেলটিয়া এলাকার একটি মাঠে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বিএনপির নীতি নির্ধারণী এই নেতা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো।’

সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আওয়ামী লীগ এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে। তারা দিনের বেলায় মিছিল করে না। তারা রাতের বেলা ছাড়া কোনো মিছিল করতে পারে না।’

বিজ্ঞাপন

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা।

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জেলার সাতটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর