Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠকে গুরুত্ব পেয়েছে যেসব বিষয়

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ২০:২৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২৩:০৮

জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের

ঢাকা: ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানান, আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নানা দিক উঠে এসেছে।

তিনি বলেন, ‘সার্ক পুনরুজ্জীবিত করা এবং ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন বৈঠকে গুরুত্ব পেয়েছে।’ গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একপেশে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখন বাংলাদেশ সরকারসহ সবাই মনে করছে—এ অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার।’

বিজ্ঞাপন

তাহের আরও জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়েছে। এ সময় জাতীয় নির্বাচন সম্পর্কিত প্রসঙ্গও আলোচনায় এসেছে বলে জানান তিনি।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় পৌঁছে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। সন্ধ্যায় তিনি বিএনপি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

সারাবাংলা/এফএন/এইচআই

আবদুল্লাহ মুহাম্মদ তাহের জামায়াতে ইসলামী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর