Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমক রেখে নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ২০:৫৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ২৩:০৮

নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। নিগার সুলতানা জোতিকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল।

প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর বেশ কয়েকদিন অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ছিল বাংলাদেশ নারী দল। চমক দেখিয়ে প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা রুবা হায়দার ঝিলিক, নিশিতা আকতার ও সুমাইয়া আকতার। ১৭ বছর বয়সী নিশিতা স্কোয়াডের কনিষ্ঠতম সদস্য। বাদ পড়েছেন দিলারা আকতার দোলা, জান্নাতুল সুমনা ও ইশমা তানজিম।

২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ৭ অক্টোবর ইংল্যান্ড, ১০ নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলংকা ও ২৬ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড-  নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক, রুবা হায়দার ঝিলিক, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঋতু মণি, স্বর্ণা আকতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আকতার, ফারিহা ইসলাম, সানজিদা আকতার মেঘলা, নিশিতা নিশি, সুমাইয়া আকতার।

সারাবাংলা/এফএম

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ বাংলাদেশ স্কোয়াড