বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি কম রেকর্ড গড়েননি। ৪০ বছর বয়সে এসেও নতুন করে ইতিহাস লিখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে সুপা কাপের ফাইনালে জয়বঞ্চিত হলেও অনন্য এক কীর্তি গড়েছেন সিআর সেভেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৪টি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করলেন রোনালদো।
হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমত্য শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে গিয়ে আল আহলির কাছে ৫-৩ গোলে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রোনালদোর।
এই ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতিহাসে অমর হয়ে গেলেন রোনালদো। এটি আল নাসরের হয়ে তার শততম গোল।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো। জাতীয় দলের হয়ে অনেক আগেই শততম গোল ছুঁয়েছেন তিনি।
রোনালদো ছাড়িয়ে গেছেন দুই ব্রাজিলিয়ান তারকা রোমারিও ও নেইমারকে। তারা দুইজনেই তিনটি ভিন্ন ক্লাবের হয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন।