Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১১:১৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৩:৩৭

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওই বৈঠক শুরু হয়।

বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও পররাষ্ট্র সচিব মাসুদ আলম সিয়াম উপস্থিত আছেন। পরবর্তীতে দুপুরে ফরেন সার্ভিস একাডেমীতে দুই প্রতিনিধি দলের বৈঠক হবে।

জানা গেছে, বৈঠকে দুই দেশের বেশকিছু চুক্তি ও স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকটি ইতিবাচক হবে।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন ইসহাক দার। সফরের প্রথম দিনেই ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। যেখানে দু’দেশের বাণিজ্য ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উঠে আসে একাত্তর ইস্যু।

আরও পড়ুন- তৌহিদ হোসেন ও ইসহাক দারের দ্বিপাক্ষিক বৈঠক আজ

সারাবাংলা/একে/ইআ

পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে