Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের ধারাম হাওরে নৌকাডুবি: নিখোঁজ ঘটকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৩:১৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৩:১৯

মৃত ঘটক মো. সামছুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ: কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে ঝড়ো বাতাসের কবলে পরে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ঘটক মো. সামছুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে ধারাম হাওরের পানিতে নিহতের লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করে।

মৃত মো. সামছুদ্দিনের বাড়ি একই উপজেলার কেশবপুর গ্রামে। তবে, এখনো নিখোঁজ রয়েছেন কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা.নুসরাত (৭)। তাকে উদ্ধারে হাওরে অভিযান চলছে।

আরও পড়ুন: সুনামগঞ্জের ধারাম হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনানুল হক ধর্মপাশা ফায়ার সাভির্সের স্টেশন ইনচার্জ লিয়াকত আলী জানান, শনিবার কনে দেখতে যাওয়ার পথে ধারাম হাওরে নৌকাডুবির ঘটনায় দুইজন নিখোঁজ ছিলেন। আজ (রোববার) হাওর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিয়ের ঘটক ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, নিখোঁজ থাকা শিশুকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় ধারাম হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পরপরই স্থানীয়রা সাতজন যাত্রীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করেন। তবে, পানিতে তলিয়ে নিখোঁজ ছিলেন দুইজন।

সারাবাংলা/এসডব্লিউ

ঘটকের মৃত্যু ধারাম হাওর নৌকাডুবি নৌকাডুবিতে নিখোঁজ