Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তির শুনানি শুরু, ইসিতে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৫:১৮

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তির শুনানি শুরু হয়েছে। কুমিল্লা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানির মধ্য দিয়ে এই শুনানি শুরু হয়।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে শুনানি শুরু হয়, চলবে আগামী বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত। এ চারদিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে শুনানিকে ঘিরে লোকসমাগম হওয়ার আশঙ্কা থেকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই নির্বাচন ভবনের সামনে ছিল অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

বিজ্ঞাপন

দেখা গেছে, ইসি ভবনের সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ, ভবনের ভিতরের আইন-শৃঙ্খলার রক্ষায় রয়েছে কোস্ট গার্ড। এ ছাড়া ভবনের সামনে তৈরি করা হয়েছে দুটি ছাউনি আর শুনানি চলছে ইসির অডিটোরিয়ামে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, শুনানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন ভবনের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

জানা যায়, ২৪ আগস্ট কুমিল্লা অঞ্চলের ৬৮৩টি দাবি-আপত্তির শুনানি করা হবে। ২৫ আগস্ট খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি ও চট্টগ্রাম অঞ্চলের ২০টি দাবি আপত্তির শুনানি হবে। ২৬ আগস্ট ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি হবে। ২৭ আগস্ট রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের দু’টি দাবি আপত্তির শুনানি হবে।

উল্লেখ্য, দাবি-আপত্তিগুলো শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/ইআ

আসন সীমানা পুনর্নির্ধারণ দাবি-আপত্তি শুনানি