Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৪:২০

নিহতের স্বজনদের আহাজারি।

কুমিল্লা: কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে রফিকুল ইসলাম প্রকাশ বেঙ্গা (৬৫) নামের একজনকে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালের দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম বেঙ্গা ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে একই বাড়ির মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন, ‘আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী, কমিক মিয়াসহ তিন পরিবারের ১০/১২জন মিলে দশ লাখ টাকা বাজেট করে আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমি বিষয়টি জানিয়ে হোমনা থানায় লিখিত অভিযোগ করেও আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। আজ সকালে আমার স্বামীকে মেরে এসে আবার আমাদেরকেও মারার জন্য দল বল নিয়ে হামলা চালায়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’

বিজ্ঞাপন

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা যতটুকু দেখেছি জায়গা দখল-বেদখল নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সে কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

জমি নিয়ে বিরোধ বৃদ্ধকে হত্যা