Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশখালীতে অপহরণের পর যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৪:৩১

নিহত তোফায়েল আহমদ।

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি করে খুন করেছে দূর্বৃত্তরা।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তোফায়েল আহমদ (৩৩) কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী।

নিহতের স্বজনদের বরাতে ওসি মঞ্জুরুল হক জানান, শনিবার দিবাগত রাতে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যা ঘোনা এলাকায় একটি মৎস্য ঘেরে হানা দেয় একদল সশস্ত্র দূর্বৃত্ত। এ সময় তারা ঘেরের কর্মচারিদের মারধর করে মাছসহ অন্য মালামাল লুটপাট চালায়। পরে চলে যাওয়ার সময় তোফায়েল আহমদকে দূর্বৃত্তরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বিজ্ঞাপন

ওসি জানান, রোববার ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর শুনে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পথেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

খুনের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।