Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে: ইসহাক দার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৬:২২

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার – (ছবি : সংগৃহীত)

ঢাকা: ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে’- বলে দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন-এর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।

ইসহাক দার বলেন, ‘১৯৭৪ সালে ত্রি-পক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফ-এর সফরে দুঃখ প্রকাশের  মধ্যে দিয়ে এর সমাধান হয়। ইসলাম বলেছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শনিবার (২৩ আগস্ট) দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে ইসহাদ দারের।

সারাবাংলা/একে/আরএস

১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

বিজ্ঞাপন

ভালবাসার অষ্টপ্রহর
২৬ আগস্ট ২০২৫ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর