Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে শিক্ষকের বহিষ্কারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ইবি করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৬:০১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৭:৪৫

ক্যাম্পাসের জিয়া মোড় এলাকা থেকে এই মিছিল শুরু হয়।

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রক্টর ও আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. মাহবুবর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি শাখা ছাত্রশিবির।

রোববার (২৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা সাজিদ হত্যাকান্ডের বিচার অতি দ্রুত নিশ্চিতের এবং ছাত্রসংসদ চালুর দাবি জানান।

মিছিলে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, দফতর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক আল আমিন, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে রোববার একটি জাতীয় দৈনিকে ‘‘ভিন্নমত দমাতে ‘জঙ্গী নাটক’ সাজাতেন প্রক্টর মাহবুব’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। মিছিলে তারা সেই সংবাদের কাটিং ক্যাম্পাসে বিলি করেন।

বিজ্ঞাপন

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আওয়ামী শাসনামলে সাবেক প্রক্টর মাহবুবকে আমরা কখনো শিক্ষকের পরিচয়ে পাইনি। আমরা পেয়েছি পর্দা করায় বোনকে জঙ্গি সাজিয়ে হয়রানি করা, শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া, ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার জন্য মক্তব বন্ধ করে দেওয়া, রুমে পিস্তল রেখে মামলা দেওয়ার চেষ্টা, প্রক্টর অফিসে ডেকে নিয়ে শিক্ষার্থীকে পুলিশে তুলে দেয়া, শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে ক্রসফায়ার দেওয়ার জন্য চোখে কালো কাপড় বেঁধে তিন দিন বেঁধে রাখার ইতিহাস।’

তিনি আরও বলেন, ‘প্রক্টর মাহবুব বাদী হয়ে ৭০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছিল যা এখনো নিষ্পত্তি হয় নাই। একটি বছর পার হয়ে গেছে কিন্তু এখনো তাদের সঙ্গে প্রশাসনের গলায় গলায় খাতির। তাদের হাতে ক্যাম্পাস কিভাবে নিরাপদ হতে পারে? বিশ্ববিদ্যালয়ের যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছে তাদের মধ্যে মাত্র ১৯ জনের নাম এসেছে। রাঘববোয়ালদের নাম আসেনি। এই সন্ত্রাসীদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না।’

সারাবাংলা/এসডব্লিউ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর