Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর পর পুঁজিবাজারে ১২শ’ কোটি টাকা লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৬:৪৪

ঢাকা: গত সপ্তাহে সূচকের ওঠানামার পর রোববার (২৪ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। সূচকের উর্ধগতির সঙ্গে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় উত্থান হয়েছে। ডিএসই-তে গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৪ পয়েন্ট, বুধবার ৩১ পয়েন্ট ও মঙ্গলবার ৯ পয়েন্ট কমেছিল।

রোববার ডিএসই-তে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১৪ আগস্ট আজকের থেকে বেশি বা সর্বশেষ ১ হাজার ২০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত ১ বছরের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৪টির। অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৪৬ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ১৯০টির। সেই হিসেবে ৪৭.৫০ শতাংশের দর কমেছে। আর দর পরিবর্তন হয়নি ২৬টির বা ৬.৫০ শতাংশের।

অপরদিকে সিএসই-তে রোববার ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ১৬টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৭৫ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর