চট্টগ্রাম ব্যুরো: চলতি সপ্তাহেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক মনির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘চাকসু ভবনের দোতলায় আমরা নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করেছি। আজকের (রোববার) মধ্যেই প্রস্তুতি শেষ হবে বলে আশা করছি। আমাদের ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচনি আচরণবিধি প্রস্তুত করার কাজ প্রায় শেষ। কয়েক দিনের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাব। ভোটার তালিকা পাওয়ার পর একটি মিটিং করে এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে।’
প্রসঙ্গত, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।