Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য, ফজলুর রহমানকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৮:১৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৯:০১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। রোববার (২৪ আগস্ট) বিকেলে বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ফজলুর রহমান ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করে আসছেন। শহিদদের আত্মদানকে অস্বীকার করার পাশাপাশি তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে অবমাননা করেছেন, যা দলের আদর্শ ও অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

এসব বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং অনেকেই একে বিএনপির সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত প্রচেষ্টা বলে মনে করছেন। এমনকি তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছেন বলে অভিযোগ নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি দাবি করেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহিদ হন, যার মধ্যে বিএনপির প্রায় ৪৫০ জন নেতাকর্মী ছিলেন। আহত হযন প্রায় তিন লাখ মানুষ। এ রকম আত্মত্যাগকে ফজলুর রহমান নিয়মিত অবমাননা করে আসছেন বলে অভিযোগ করেছে দলটি।

এ অবস্থায় তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম

উপদেষ্টা ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন