Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাতিকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় দাদী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৮:৩৩

দুর্ঘটনায় বিপর্যস্ত অটোরিকশা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মাদরাসা পড়ুয়া নাতিকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দাদীর।

রোববার (২৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বড় বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রাবেয়া বেগম (৬০) কালিহাতী উপজেলার হামিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, মধুপুর বনাঞ্চলের বড় বাইদ এতিমখানার আবাসিক মাদরাসায় থাকা নাতিকে দেখতে মধুপুর থেকে অটোরিকশায় মাদরাসায় যাচ্ছিলেন রাবেয়া বেগম।

অটোরিকশাটি বড় বাইদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগম নিহত হন।

বিজ্ঞাপন

অটোরিকশায় থাকা আহত তিনজন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের লাশটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

বৃদ্ধা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর