Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ধারিত স্থান ছাড়া পোস্টার লাগালেই জরিমানা: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৯:৪৬

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা: সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁও তালতলা বাসট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপনের মধ্যদিয়ে ডিএনসিসি এলাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক এবং বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে।

মোহাম্মদ এজাজ বলেন, শহরে সৌন্দর্য রক্ষার্থে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের চাহিদার প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শুভাকাঙ্ক্ষীসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসির আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড (আয়তন ৫ ফুট×৮ ফুট) এবং সংস্কারকৃত ১৫টি বিদ্যমান বোর্ড (আয়তন ১৬-২৫ ফুট ×৫ ফুট)। প্রাথমিকভাবে শহরে বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

সারাবাংলা/এমএইচ/এসএস

জরিমানা ডিএনসিসি নির্ধারিত পোস্টার প্রশাসক স্থান