ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
রোববার (২৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, ‘প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হলে আবারও ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তি ব্যবহার হবে কারণ সেই চক্র এখনো সক্রিয়।’ এরইমধ্যে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘জামায়াত নির্বাচনে যাবে কি যাবে না সেটি মুখ্য বিষয় নয়। মূল প্রশ্ন হলো—প্রয়োজনীয় সংস্কার হচ্ছে কিনা। কারণ, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে দেশের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।’
তার মতে, নির্বাচনকে অর্থবহ ও গণতন্ত্র রক্ষার জন্য আগে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করা জরুরি।