Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক কোনো ইস্যুতে আলোচনা হয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২০:৩০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৯:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক কোনো ইস্যুতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড জাহিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা িজয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার’র সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, ‘আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং বাসায় আছেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেছেন।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী। এছাড়াও, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।’

বিজ্ঞাপন

বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশিয়ার সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী করা এবং অর্থনৈতিক ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে দেশে রাজনীতি বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পাকিস্তান থেকে আসা প্রতিনিধি দলে ছিলেন হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্য।

সারাবাংলা/এফএন/পিটিএম

আলোচনা হয়নি ইসহাক দার জাহিদ হোসেন পাকিস্তান বাংলাদেশ রাজনৈতিক ইস্যু