টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এ কার্ড মায়েদের নামে থাকবে এবং এর মাধ্যমে প্রতি মাসে নগদ অর্থ বা সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে।’
রোববার (২৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের আশিকপুরে এলাকাবাসীর আয়োজনে ‘৩১ দফা বাস্তবায়ন’ উপলক্ষ্যে গণসংযোগমূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
টুকু বলেন, ‘নারীদের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার মধ্যে নারীদের মর্যাদা বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে মা-বোনদের সংসার চালাতে সুবিধা হবে এবং পরিবারের মধ্যে মায়েদের সম্মান আরও বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেন, ‘বেকারত্ব এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের জন্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারেক রহমান।’
সরকারের সমালোচনা করে টুকু বলেন, ‘বিগত দিনে মুরুব্বিরা কোনোদিন কিশোর গ্যাংয়ের কথা শুনছে বলে মনে হয় না। অথচ খুনি হাসিনার সরকারের আমলে বিভিন্ন কমিশনাররা, ওয়ার্ড কাউন্সিলররা তাদের চাঁদাবাজির কাজে অন্যায় ভাবে কিশোর গ্যাং বানিয়েছে।’
তিনি বলেন, ‘কিশোররাই হচ্ছে এদেশের ভবিষ্যৎ। তারা স্কুল কলেজে পড়াশোনা করে দেশের কাজে নিয়োজিত থাকবে। অথচ ফ্যাসিস্ট খুনি হাসিনার সন্ত্রাসীরা কিশোরদেরকে টার্গেট করে এ দেশকে অস্থিতিশীল করে চাঁদাবাজির কাজে রমরমা ব্যবসা করতো।’
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনিরসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।