Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলের খালে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২২:৫৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ২৩:০৪

প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলে খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বিকেলে লোহাগড়া উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ এলাকার একটি খালে স্থানীয় কৃষক বেলায়েতের পাটের জাগ হারিয়ে যায়। পাটের জাগ খুঁজতে গিয়ে তিনি খালে মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর

নড়াইল মরদেহ উদ্ধার যুবকের মরদেহ