সাতক্ষীরা: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তা। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এ কর্মরত সাময়িক বরখাস্ত হওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আরিফুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তাকে বদলি করে মুক্তাগাছার এপিবিএন-২ এ পাঠানো হয়। সেখানে তিনি ২০২3 সালের ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান বলেন, ‘আরিফুজ্জামানের বিরুদ্ধে রংপুরের তাজহাট ও কোতোয়ালি থানায় হত্যাসহ একাধিক অভিযোগে ৫টি মামলা রয়েছে।’
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত পার হয়ে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি বসিরহাট মহকুমার স্বরূপনগর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।
কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।