Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের সীমানা পুনর্নির্ধাণের শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ০৯:০৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১১:০৩

ঢাকা: আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের সীমানা পুনর্নির্ধাণের শুনানি করবে নির্বাচন কমিশন। সোমবার (২৫ আগস্ট) খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি ও চট্টগ্রাম অঞ্চলের ২০টি দাবি আপত্তির শুনানি হবে।

রোববার (২৩ আগস্ট) থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এই শুনানি চলবে আগামী চারদিন পর্যন্ত।

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮ আসনে ৮১১টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ৪২৯টি এবং পক্ষে ৩৮২টি আবেদনের শুনানি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি হবে। বুধবার (২৭ আগস্ট) রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮ টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি আপত্তির শুনানি হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দাবি-আপত্তিগুলোর শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর