ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৫ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। এ শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবও অংশ নিয়েছেন। রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হওয়া এই শুনানি শেষ হবে আগামী ২৭ আগস্ট।
আজ দিনের শুরুতে খুলনা অঞ্চল, দ্বিতীয়ভাগে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আবেদনগুলোর শুনানি সম্পন্ন করবে ইসি।
যে আসনগুলোর শুনানি হচ্ছে সেগুলো হলো- ১০৬ সাতক্ষীরা-৩, ১০৭ সাতক্ষীরা-৪, ৮৭ যশোর-৩, ৯০ যশোর-৬, ৯৫ বাগেরহাট-১, ৯৬ বাগেরহাট-২, ৯৭ বাগেরহাট-৩, ১২৪ ঝালকাঠি-১, ১০৮ বরগুনা-১, ১০৯ বরগুনা-২, ১২৬ পিরোজপুর-১, ১২৭ পিরোজপুর-২, ১২৮ পিরোজপুর-৩, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫, ২৮৫ চট্টগ্রাম-৮, ২৮৭ চট্টগ্রাম-১০, ২৯৮ খাগড়াছড়ি, ২৯৯ রাঙামাটি ও ৩০০ বান্দরবান।
এর আগে, রোববার প্রথম দিনের শুনানিতে কুমিল্লা অঞ্চলের ১৮ আসনে ৮১১টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এরমধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ৪২৯টি এবং পক্ষে ৩৮২টি আবেদনের শুনানি হয়েছে।
জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি হবে। ২৭ আগস্ট রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮ টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি আপত্তির শুনানি হবে।
উল্লেখ্য, দাবি-আপত্তিগুলো শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ইসিতে সীমানা পুনর্নির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১১:১৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৪:০৭
২৫ আগস্ট ২০২৫ ১১:১৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৪:০৭
সারাবাংলা/এনএল/ইআ