Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে সীমানা পুনর্নির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি শুরু

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১১:১৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৪:০৭

সীমানা পুনঃনির্ধারণের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (২৫ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। এ শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবও অংশ নিয়েছেন। রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হওয়া এই শুনানি শেষ হবে আগামী ২৭ আগস্ট।

‎আজ দিনের শুরুতে খুলনা অঞ্চল, দ্বিতীয়ভাগে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আবেদনগুলোর শুনানি সম্পন্ন করবে ইসি।

‎যে আসনগুলোর শুনানি হচ্ছে সেগুলো হলো- ১০৬ সাতক্ষীরা-৩, ১০৭ সাতক্ষীরা-৪, ৮৭ যশোর-৩, ৯০ যশোর-৬, ৯৫ বাগেরহাট-১, ৯৬ বাগেরহাট-২, ৯৭ বাগেরহাট-৩, ১২৪ ঝালকাঠি-১, ১০৮ বরগুনা-১, ১০৯ বরগুনা-২, ১২৬ পিরোজপুর-১, ১২৭ পিরোজপুর-২, ১২৮ পিরোজপুর-৩, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫, ২৮৫ চট্টগ্রাম-৮, ২৮৭ চট্টগ্রাম-১০, ২৯৮ খাগড়াছড়ি, ২৯৯ রাঙামাটি ও ৩০০ বান্দরবান।

এর আগে, রোববার প্রথম দিনের শুনানিতে কুমিল্লা অঞ্চলের ১৮ আসনে ৮১১টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এরমধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ৪২৯টি এবং পক্ষে ৩৮২টি আবেদনের শুনানি হয়েছে।

‎জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি হবে। ২৭ আগস্ট রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরে ১৮ টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি আপত্তির শুনানি হবে।

‎উল্লেখ্য, দাবি-আপত্তিগুলো শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

আসন সীমানা পুনর্নির্ধারণ নির্বাচন কমিশন (ইসি) শুনানি শুরু