Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুদি দোকানের গুদামে মিলল টিসিবির হাজার লিটার তেল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১২:১৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৫:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মুদি দোকানের গুদামে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ওই দোকান মালিককে আটক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নানুপুর বাজারে মেসার্স কামাল স্টোরে এ অভিযান চালানো হয়।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে বিক্রির জন্য সরবরাহ করা টিসিবির তেল মজুত রাখার তথ্য পেয়ে আমরা অভিযান চালাই। আমরা জানতে পারি, সকাল ৯টার মধ্যে তেলগুলো বিভিন্ন দোকানে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়ার কথা ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়।’

বিজ্ঞাপন

ইউএনও জানান, নানুপুর বাজারে কাঁচাবাজার সংলগ্ন মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে বিক্রি নিষিদ্ধ বোতলজাত এক হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/ইআ

অভিযান টিসিবির তেল মুদি দোকান সয়াবিন তেল জব্দ