নোয়াখালী: নোয়াখালীতে বিশ্ব পানি সপ্তাহ ২০২৫ উপলক্ষে সকল মানুষের জন্য নিরাপদ পানির দাবিতে ‘রান ফর এভরি ড্রপ’ শীর্ষক তরুণদের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৬টায় সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাইজদী বাজার হয়ে শহিদ ভুলু স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এ ম্যারাথন। তরুণ সংগঠন এসএইচবিও, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এবং অ্যাকশনএইড বাংলাদেশ এই ম্যারাথনের আয়োজন করেন। পরে এক পথসভায় মিলিত হয় তারা।
এ সময় আয়োজকরা জানান, দেশের উপকূলীয় জেলার অন্যতম নোয়াখালী ক্রমবর্ধমান লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে তীব্র পানি সংকটে ভুগছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে সকল নাগরিকের জন্য সুপেয় পানি নিশ্চিত করা, সুপেয়পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করা, জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে স্থানীয় উপকরণ ও কৌশল ব্যবহার করে পানির প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।
পথসভায় বক্তব্য দেন, এসএইচবিও এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এর সিনিয়র প্রোগ্রাম অফিসার তঞ্ঝঙ্গ্যা টি এফ টার্জানিন, প্রোগ্রাম কো-অরডিনেটর আরাফাত হোসেন।
ম্যারাথনে অংশ নেওয়া শতাধিক তরুণ, দৌড়বিদ, শিক্ষার্থী, উন্নয়ন কর্মী, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ ব্যানার ও টি-শার্টে পানি সুরক্ষার শ্লোগান নিয়ে অংশগ্রহণ করেন। পথে পথে অংশগ্রহণকারীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে জনসাধারণের উদ্দেশ্যে শ্লোগান দেন।
এ সময় এসএইচবিও এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা বলেন, এই হাফ ম্যারাথন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণদের নেতৃত্বে পানি অধিকার ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে সামাজিক সচেতনতা তৈরির এক অনন্য প্রচেষ্টা। তরুণদের সক্রিয় অংশগ্রহণ আমাদের দেখাচ্ছে, তারা শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, বরং বর্তমান পরিবর্তনের চালিকাশক্তি।