ঢাকা: জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ ইসির প্রতি অভিযোগ করে বলেছেন, ইসির সীমানা নিষ্পত্তি সংক্রান্ত শুনানি একতরফা।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসন নিয়ে শুনানিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, “সংসদীয় আসন নিয়ে রোববার আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারিনি। আজকেও কিন্তু আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারিনি। নির্বাচন কমিশন শুধু একটি দলের জন্যই কাজ করে যাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের।
এ সময় তিনি আরও বলেন, ভোটার হিসাব কেন্দ্র করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের যৌক্তিক ববলে মনে হয় না।
এদিকে বাগেরহাটের আসনের শুনানিতে অংশ নেওয়া বিএনপির জেলা নেতা কাজী মনিরুজ্জামান মনির বলেন, “বাগেরহাটে চারটি আসন নয়, দরকার পাঁচটি আসন।
তিনি জানান, জনসংখ্যার ভিত্তিতে ইসি যে আসন পুনর্নির্ধারণ করছে তা গ্রহণযোগ্য নয়।
বাগেরহাট আসনে যে পরিবর্তন:
বাগেরহাটে আগে চারটি আসন ছিল- বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতলমারী); বাগেরহাট-২ (সদর ও কচুয়া); বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) এবং বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা)।
এবার বাগেরহাট-১ আগের মতো বহাল রাখা হয়েছে। বাগেরহাট সদর, কচুয়া, রামপাল নিয়ে বাগেরহাট-২ আসন এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ প্রস্তাব করা হয়েছে।