Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতাদের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হতো: এম এ কাইয়ুম

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৫:১৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৮:২৫

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন।

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ কাইয়ুম অভিযোগ করেছেন যে, বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হতো।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মানববন্ধনের আয়োজন করে গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন। এ সময় তারা দুই লাখ ১৫ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ প্রদানের দাবি জানান।

এম এ কাইয়ুম বলেন, ‘৫ আগস্টের মূলমন্ত্র ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। কিন্তু বাস্তবে সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। বহুদিন ধরে আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও আওয়ামী লেজুড়বৃত্তি যারা করত, তারা আবার গ্যাস সংযোগ পেয়েছে। এমনকি আওয়ামী নেতাদের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, যেখানে সরকার কোনো বিল পায়নি। অথচ যারা অর্থনৈতিক সংকটে পড়ে বিল দিতে পারত না, তাদের সংযোগ কেটে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামীতে যেন কোনো বৈষম্য না থাকে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সমাজে অনাচার রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা কাইয়ুম বলেন, দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকেই ভোট দিয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং বিএনপির দীর্ঘ সংগ্রামের মূল্যায়ন করবে। তিনি বিশ্বাস করেন, ‘দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে, কারণ দলটি সবসময় মাটি ও মানুষের জন্য কাজ করেছে।’

এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধানকে এমনভাবে সাজিয়েছিলেন, যা দেশ ও জনগণের বিরুদ্ধে কাজ করেছে। এর বিকল্প হিসেবে তারেক রহমান ১১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, যা জনগণের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান রচনার রূপরেখা।

সারাবাংলা/এফএন/এনজে

অবৈধ আ.লীগ গ্যাস সংযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর