ঢাকা: জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ ঘোষণা দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ যদি একটা চায়না রাইফেলের সন্ধান দিতে পারে এবং সেটি উদ্ধার হয় তাহলে তথ্যদাতা এক লাখ টাকা পাবেন। এসএমজির ক্ষেত্রে দেড় লাখ, এলএমজির ক্ষেত্রে পাঁচ লাখ আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। পিস্তলের ক্ষেত্রে ৫০ হাজার, শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা পাবেন। এসব তথ্য যারা দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’
তিনি বলেন, ‘এখন প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে। নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় এবং সেই তথ্য কেউ দিতে পারেন তাহলে তাকেও পুরস্কার দেওয়া হবে। এজন্য আমরা শটগানের মতো টাকা ডিক্লেয়ার করিনি কিন্তু এই নিয়োগ বাণিজ্য যাতে বন্ধ হয় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। গত এক বছরে আপনারা কোথাও নিয়োগ বাণিজ্যের খবর দিতে পারেননি। কোথাও আমাদের কেউ যদি চাঁদাবাজিতে জড়িত হয় তাহলে আমাদের জানান।’
মব এর বিষয়ে তিনি বলেন, ‘মব কমে এসেছে, তবে নির্মূল হয়ে যায়নি। আমরা চেষ্টা করছি এগুলো নিয়ন্ত্রণের। নির্বাচনের আগে যথাসম্ভব অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি। নির্বাচনটা নির্ভর করে রাজনৈতিক দল ও জনগণের ওপর।’