ঢাকা: অন্তর্বর্তী সরকারকে দলনিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হলে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। এজন্য পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে দ্রুত সরে আসতে হবে এবং বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করে দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দূর করতে এবং প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে, সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দলের নিজস্ব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এজন্য সরকারের পক্ষপাতদুষ্টতা ও বিতর্কিত উপদেষ্টা প্রত্যাহারের দাবি জানান তিনি। এছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে এনে দলনিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি নির্বাচন ইস্যুতে কয়েকটি প্রস্তাব দেন-
- নির্বাচন কমিশনের প্রধান কাজ হবে ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থায় জনআস্থা ফিরিয়ে আনা।
- রাজনৈতিক প্রতিযোগিতাকে সহিংসতায় না নেওয়ার জন্য দলগুলোর প্রতি আহ্বান।
- ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে দেশের নিরাপত্তা ভয়াবহ সংকটে পড়তে পারে বলে সতর্কতা জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রস্তাবিত জুলাই সনদের কয়েকটি প্রস্তাবকে অবাস্তব ও অসাংবিধানিক উল্লেখ করে তা সংশোধনের দাবি জানায়। দলটির মতে-
- দলগুলোর সই যথেষ্ট, অতিরিক্ত অঙ্গীকারনামার প্রয়োজন নেই।
- কোনো রাজনৈতিক সমঝোতার দলিলকে রাষ্ট্র পরিচালনার প্রধান সাংবিধানিক দলিল হিসেবে দেখা যাবে না।
- সুপ্রিম কোর্টকে সনদের প্রশ্নে চূড়ান্ত এখতিয়ার দেওয়ার প্রস্তাবও গ্রহণযোগ্য নয়।
- ক্ষুব্ধ নাগরিকদের আদালতে প্রশ্ন তোলার অধিকার থাকতে হবে।
- সংবিধান সভার নির্বাচন বা গণভোটের প্রস্তাবকে তারা অবাস্তব বলে অভিহিত করে।
সাইফুল হক বলেন, জুলাই সনদের আইনি সুরক্ষা নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। প্রয়োজনে সরকার প্রধান সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিতে পারেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে জনগণের অভিপ্রায় প্রতিফলিত করার একমাত্র পথ হলো নির্বাচন। কিছু রাজনৈতিক দলের সমঝোতাকে জনগণের চূড়ান্ত মত হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।’