Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা ও স্বাস্থ্য খাতে নৈতিকতা ও সুশাসন ফিরিয়ে আনা জরুরি: জাহিদ হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৫:৫২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৮:২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সুশাসনের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং নৈতিকতার সংকট বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, ভাল ডাক্তার হওয়ার আগে ভাল মানুষ হতে হবে। নৈতিক শিক্ষা পরিবার ও সমাজ থেকে শুরু হয়, কিন্তু আমরা সেই শিক্ষাকে যথাযথ পর্যায়ে নিতে পারিনি।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে “শিক্ষা ও জনস্বাস্থ্য” বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদ বলেন, গত ১৭ বছরে আমাদের দেশ এমন এক অবস্থায় দাঁড়িয়েছিরো, সকালে ঘুম থেকে উঠে মানুষ দেখে—ভোট হয়ে গেছে, কিংবা ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেছে। যখন টপ লেভেলে এই অবস্থা, তখন সাধারণ মানুষ কি শিক্ষা পাবে?

বিজ্ঞাপন

জাহিদ হোসেন আরও বলেন, “বাংলাদেশের শিক্ষা নিয়ে গত ১২-১৩ বছর কেউ আলোচনা করে না। অথচ এ খাতের উন্নয়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। স্বাস্থ্য খাতেও একই সংকট বিরাজ করছে। ডাক্তার কম, হাসপাতালগুলোর মান নিয়ে প্রশ্ন আছে, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ ব্যবস্থার ঘাটতি রয়েছে।”

এ সময় সংস্কার কমিশন সব খাতেই কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন কেন গঠন করেনি এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ভালো চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দায়বদ্ধতার অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা।

নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির ভয়াল গ্রাসে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রত্যেকটি অঞ্চলে ইমার্জেন্সি হেলথ কেয়ার সেবা চালু হলে রোগীর চিকিৎসায় সহায়তা হবে। পাশাপাশি অতীতের ভুল নিয়ে আপসোস না করে।

এ সময় সঠিকভাবে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

জোর দিয়ে তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নৈতিকতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এফএন/ইআ

এ জেড এম জাহিদ হোসেন

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর