ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ১১৮ জন।
এই সময়ে আরও ৪১২ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৫১ জন এবং নারী ১৬১ জন। এ িনয়ে চলতি বছর ২৯ হাজার ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হলেন।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১, ঢাকা উত্তর সিটিতে ৬৯, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এর আগে, গতকাল রোববার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আক্রান্ত একজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।