Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী খলিল হত্যা: ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৯:৫০

যাবজ্জীবন কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হচ্ছে

ময়মনসিংহ: ময়মনসিংহে শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম দুলাল ও আসামিপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ড।

অভিযুক্তদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছেন।

অপরাধ প্রমানিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামে দুইজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

আদালতের স্টেনোগ্রাফার হাফিজুর রহমান জানান, ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা ইব্রাহিম খলিলকে ছুরিকাঘাতে হত্যা করে তার সর্বস্ব লুটে নেয়। পরদিন খলিলের ভগ্নিপতি সারোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার সাত বছর পর, ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সারাবাংলা/এসআর

ময়মনসিংহ যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর