Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর পদ্ধতি মানে মানুষকে ধোঁকা দেওয়া: বরকত উল্লাহ বুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৮:২৪

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

কুমিল্লা: জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিকে ‘মানুষকে বিভ্রান্ত করার কৌশল’ বলে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এ প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই। যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে, তারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বন্ধ করতে চায়। কারণ নির্বাচন দেরি হলে তারা তাদের কুটকৌশল আরও বিস্তার করতে পারবে। ঐ সমস্ত মানুষদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূমের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এইচআই

পিআর বরকত উল্লাহ বুলু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর