Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে না এমসিকিউ, কমছে ইউনিট


৬ জুলাই ২০১৮ ১৩:২৩

।। রাজশাহী বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট ।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতি থাকছে না।

শুক্রবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, ‘এমসিকিউতে সত্যিকার মেধা যাচাই হয় না। চারটি উত্তরের মধ্যে একটি টিক দিলে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাই এবছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেখানে দুই ঘন্টায় ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এদিকে ইউনিট সংখ্যা কমিয়ে দুইদিনে পরীক্ষা নেওয়া হবে জানিয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্বে অনেকদিন ধরে পরীক্ষা হতো তবে এখন ইউনিট কমিয়ে চারটি ইউনিটে দুই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর পরীক্ষার দিন ঠিক করার প্রস্তাব রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পাশ হলে সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।’

এছাড়া এবছর ভর্তি পরীক্ষায় দুইটি পর্যায়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রথম পর্যায়ে রেজাল্টের মান দেখে শিক্ষার্থীদের বাছাই করা হবে। পরে বাছাইকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তুলতে বলা হবে বলেও জানান উপাচার্য।

তবে এবারও দ্বিতীয়বার পরীক্ষার অংশ নেওয়ার সুযোগ থাকছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে উপাচার্য বিষয়টি পরে জানানো হবে বলে জবাব দেন।

সারাবাংলা/এসএমএন

 

বিজ্ঞাপন
সর্বশেষ

মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর