Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সফর দু’দেশের সম্পর্কে নতুন গতি যোগ করবে: ইসহাক দার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৯:১৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ২১:৫৩

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমি নিশ্চিত যে, ঢাকা সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে নতুন গতি যোগ করবে, আরও ঘন ঘন বিনিময় এবং সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে।

সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ইসহাক দার বলেন, বাংলাদেশের সরকার এবং জনগণের উষ্ণ আতিথেয়তা এবং ফলপ্রসূ সফরের জন্য আন্তরিক ধন্যবাদ। ঢাকায় পাকিস্তান হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা এবং আমার সঙ্গী প্রতিনিধিদলের প্রতি তাদের মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞ।

তিনি বলেন, বাংলাদেশে ৩৬ ঘণ্টার একটি অত্যন্ত ফলপ্রসূ সফর শেষ করেছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান এবং পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনারসহ ঊর্ধ্বতন মন্ত্রিসভার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফর শেষে রোববার (২৪ আগস্ট) রাত ১২টার পর সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। তিনি ঢাকা থেকে সৌদি আরবে যান।

সৌদি আরবের জেদ্দায় সোমবার (২৫ আগস্ট) থেকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

সারাবাংলা/একে/আরএস

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর