Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫ সংবাদিকসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ২০:০৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ২১:৫২

গাজায় নিহত সাংবাদিকদের মধ্যে এপি’র ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম দাগাও রয়েছেন। ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদিকসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

হাসপাতালটিতে প্রথম হামলায় রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফ্রিল্যান্স সাংবাদিক ৩৩ বছর বয়সী মারিয়াম দাগাও নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সালামা আল জাজিরা এবং মিডল ইস্ট আই’ এ কাজ করতেন। সোমবার (২৫ আগস্ট) বিবিসি বাংলা’র এক প্রতিবেদনে এ তথ্য জানা য়ায়।

এছাড়া নিহত হয়েছেন মিডল ইস্ট আই’ এর আহমেদ আবু আজিজ। এই আউটলেটটি জানিয়েছে, তিনি ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতেন এবং খান ইউনিসে ছিলেন।

বিজ্ঞাপন

আরও একজন নিহত মোয়াস আবু তাহা এনবিসি টেলিভিশনে কাজ করেছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এনবিসি জানিয়েছে, তাহা সেখানে কাজ করেননি।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর এক সেকেন্ডের মধ্যেই অন্যরা নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই এলাকায় একটি হামলা চালিয়েছে এবং আরও জানিয়েছে, ” জড়িত না এমন ব্যক্তিদের কোনও ক্ষতির জন্য দুঃখিত এবং সাংবাদিকদের এভাবে লক্ষ্যবস্তু করা হয় না।”

চিকিৎসা কর্মী এবং সরঞ্জামের সরবরাহের তীব্র সংকটের মধ্যেই কার্যক্রম চালিয়ে আসছিল নাসের হাসপাতাল। বাইশ মাস ধরে চলা যুদ্ধে বেশ কয়েকটি অভিযান এবং বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই হাসপাতালটি।

সারাবাংলা/এসআর

ইসরায়েলি হামলা গাঁজা সংবাদকর্মী নিহত