Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ২১:৩১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ২৩:২৪

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে দ্বীপের সমুদ্রতীরবর্তী রিসোর্ট শহর ভেন্টনরের কাছে একটি মাঠে এটি বিধ্বস্ত হয়। পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনের এই তথ্য জানানো হয়েছে।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া হেলিকপ্টারে কতজন যাত্রী কিংবা ক্রু ছিলেন সেই বিষয়েও কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের পুলিশ।

বিজ্ঞাপন

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতয়েন করেছে।

তবে হেলিকপ্টারে ঠিক কতজন যাত্রী ছিলেন কিং বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আজ ‘উইনি দ্য পুহ’ দিবস
১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫১

আরো

সম্পর্কিত খবর