Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোর্ড পরীক্ষার কেন্দ্র নিয়ে জরুরি নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২২:৪৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ০০:২৭

এসএসসি পরীক্ষা। সারাবাংলার ফাইল ছবি

ঢাকা: বিগত সরকারের আমলে প্রভাবশালীদের চাপে রাজনৈতিক বিবেচনায় নতুন পরীক্ষাকেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এজন্য প্রতি জেলায় বর্তমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলো পুনর্নির্ধারণের বিষয়ে মতামত পাঠানোর জন্য বলা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত চিঠি জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোতে এই চিঠি পাঠানো হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে প্রভাবশালীদের চাপে রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র স্থাপন বা যেখানে কেন্দ্র স্থাপন করার প্রয়োজন ছিল সেখানে স্থাপন না করে প্রাপ্যতা নেই এমন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে একদিকে পরীক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয়েছে এবং অন্যদিকে পরীক্ষা পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার কারণে বর্তমান পরীক্ষা কেন্দ্রের বিষয় বিবেচনায় রেখে কেন্দ্রগুলো পুনর্নির্ধারণে মতামত পাঠাতে বলা হয়েছে।

সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কয়েকটি শর্ত দিয়েছে। শর্তগুলো হলো:

  • কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে।
  • কেন্দ্রের অবকাঠামো ভালো এবং চারদিকে নিরাপত্তা প্রাচীর থাকতে হবে।
  • শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে।
  • কোনো ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না এবং কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনোক্রমেই নিজ প্রতিষ্ঠানে, নিজস্ব কেন্দ্রের তত্ত্বাবধানে
  • পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • বিজ্ঞানাগার বা কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে নির্ধারণ করতে হবে।

সারাবাংলা/এনএল/এইচআই

এইচএসসি এসএসসি পরীক্ষা কেন্দ্র বোর্ড পরীক্ষা