Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু-সম্পূরক বৃত্তি বাস্তবায়নে জবি ছাত্রশিবিরের প্রস্তাবনা

জবি করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২৩:২৩

জবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুটি মৌলিক দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও সম্পূরক বৃত্তি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা সুনির্দিষ্ট প্রস্তাবনা উত্থাপন করেছে।

সোমবার (২৫ আগস্ট) এক জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ প্রস্তাবনা তুলে ধরেন। এ ছাড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ সই করা একটি বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করা হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জকসু এবং সম্পূরক বৃত্তি বাস্তবায়নের প্রস্তাবনাগুলো হলো:

  • বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষ সিন্ডিকেট পরবর্তী সময়ে নীতিমালা ইউজিসিতে পাঠানোর পর আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সেটি ইউজিসির মাধ্যমে মন্ত্রনালয় থেকে বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে নিয়ে আসতে হবে।
  • বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের কাছে আসা মাত্রই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।
  • আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা সম্পন্ন করতে হবে।
  • নীতিমালা সম্পন্ন করার পর ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে।
  • বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইউজিসি ও মন্ত্রনালয়ের সঙ্গে কোলাবোরেশান করে অক্টোবর মাস থেকে বৃত্তি কার্যক্রম শুরু করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামি ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার শিকার হচ্ছে। আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না। প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করলে তা ছাত্রসমাজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নযোগ্য। প্রশাসন চাইলে আমরা সহযোগিতা করব।’

সারাবাংলা/এইচআই

ছাত্রশিবির জকসু জবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর