Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে ধান শুকোতে দিয়ে মালিক ‘হাওয়া’, ব্যবস্থা নিলেন এসি-ল্যান্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ০০:১৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ০০:২৭

ব্যস্ত সড়ক থেকে ধানগুলো সরিয়ে নিতে বাধ্য করেন এসি ল্যান্ড। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাড়ি চলাচলের রাস্তায় ত্রিপল বিছিয়ে ধান শুকাতে দিয়ে ‘হাওয়া’ হয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। এতে সড়কে গাড়ি চলাচলে ব্যাঘাত হচ্ছিল।

খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গিয়ে মালিককে খুঁজে বের করেন। মালিককে দিয়ে সড়ক থেকে ধানগুলো সরিয়ে নিতে বাধ্য করেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ব্যস্ততম কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কে এ ঘটনা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, বিএসটিআইয়ের একটি দল নিয়ে তিনি উপজেলা সদর থেকে কানুনগোপাড়া হাওলা সড়ক ধরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যাচ্ছিলেন। হাজীরহাট এলাকায় একটি রাইস মিলের সামনে দেখতে পান, সড়কের অর্ধেকেরও বেশিজুড়ে ত্রিপল বিছিয়ে ধান শুকাতে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটি ব্যস্ততম রাস্তা, হরদম যেখানে গাড়ি চলাচল করে, সেখানে ধান শুকোতে দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ধানগুলোকে পাশ কাটিয়ে গাড়ি চালাতে গিয়ে সেখানে সমস্যা হচ্ছিল। গাড়ি আটকে যাচ্ছিল, আবার দুর্ঘটনারও সম্ভাবনা ছিল।’

সহকারী কমিশনার কানিজ আরও বলেন, ‘স্থানীয় লোকজন ধানের মালিককে খুঁজেছিলেন বলে জানালেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। শেষমেষ বাড়িতে লোক পাঠিয়ে তাকে খুঁজে আনা হয়। তাকে ধানগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিই।’

ভবিষ্যতে তাকে এ ধরনের ‘কাণ্ডজ্ঞানহীন’ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় বলে জানান কানিজ ফাতেমা।

সারাবাংলা/আরডি/পিটিএম

এসি ল্যান্ড টপ নিউজ মালিক হাওয়া সড়ক