Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে শপথ নেবেন নতুন ২৫ বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১০:১০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১২:০৭

সুপ্রিম কোর্ট।

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এর আগে, হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এ নিয়োগ দেওয়া হয় বলে সোমবার রাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় আইন মন্ত্রণালয়।

আরও পড়ুন: হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ১৮ অনুচ্ছেদ মতে ২৫ জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সুপ্রিমকোর্ট থেকে তাদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর