Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে যাত্রীর কাছে মিলল ১৩০ কোটি টাকার কোকেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১২:০১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৪:৫৩

যাত্রীসহ প্রায় ৮ দশমিক ৬৬ কেজি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে প্রায় ৮ দশমিক ৬৬ কেজি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ পরিচালক সোনিয়া আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর৬৩৮ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্মপরিচালকের নির্দেশে শিফট ইনচার্জের নেতৃত্বে বিমানবন্দরে বিশেষ তৎপরতা চালানো হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরবর্তীতে যাত্রী এম এস পেটুলা স্টাফেল এর পরিচয় নিশ্চিত করা হয়। ওই যাত্রী ভিসা অন অ্যারাইভাল সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যাগেজ থেকে প্লাস্টিকের ভেতরে রাখা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোতে কোকেন শনাক্ত হয়, যোগ করেন তিনি।

তিনি জানান, এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি ছাড়াও বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা। পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে। তাদের তৎপরতায় দেশের অভ্যন্তরে একটি বড় মাপের মাদকের চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

কাতার এয়ারওয়েজ কোকেন উদ্ধার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর