Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১২:২২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৪:৫২

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

ঢাকা: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে এসে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ডা. এ কে আজাদ খান স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও তাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকায় বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অস্তিত্বহীনতায় ভুগছে। স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত না হওয়াতে শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, টানা দুই দিন মানববন্ধন করার পরও কোনো সাড়া না পেয়ে সড়কে নেমে আসতে বাধ্য হয়েছেন তারা।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

টেকনিক্যাল মোড় শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্থায়ী ক্যাম্পাসের দাবি