Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ জীবনের অবিস্মরণীয় অভিজ্ঞতা: খন্দকার মোশাররফ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১২:২২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৪:১১

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে এক স্মরণীয় মুহূর্ত সৃষ্টি হয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, “আজকের এই সাক্ষাৎ আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বাংলাদেশের কল্যাণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।”

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, দলীয় নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার প্রতীক হিসেবে তারেক রহমান আজ লাখো মানুষের আশা-ভরসার নাম। তার নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই নতুন প্রেরণা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দীর্ঘদিন পর এই সরাসরি সাক্ষাতের পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন ও স্মরণীয়। আলোচনার পুরো সময় জুড়ে দল, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক আন্তরিক পরিমণ্ডল তৈরি হয়।

সারাবাংলা/এফএন/ইআ

তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন