ঢাকা: দেশে আরও ২টি নতুন পোশাক কারখানা সুবজ কারখানার (গ্রিণ ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ফলে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩টি।
মঙ্গলবার (২৬ আগস্ট) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করে তালিকায় যুক্ত কারখানা দুটি হচ্ছে- টঙ্গীর এ জি ড্রেসেস লিমিটেড ও গাজীপুরের ফিন বাংলা এপারেলস লিমিটেড৷
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। সর্বশেষ ২০২৪ সালে অন্তত ২৬টি পোশাক কারখানা সবুজ কারখানায় তালিকায় অন্তর্ভুক্ত হয় বলে সারাবাংলাকে জানিয়েছিলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।
এদিকে শীর্ষ ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশেই রয়েছে ৬৮টি। একক দেশ হিসাবে অন্য কোনো দেশে শীর্ষ ১০০টি সবুজ কারখানার মধ্যে ১০টিও নেই। পাকিস্তানে আছে ৭টি।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৬৩টি। এরমধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ১১১টি, গোল্ড ১৩৩টি, সিলভার ১৫টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।
উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।