Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর ফল প্রকাশে লাগবে অতিরিক্ত ৫ ঘণ্টা: চিফ রিটার্নিং অফিসার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৫:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি

ঢাকা: ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ব্যালট পেপার হবে পাঁচ পাতার এবং হল সংসদের ব্যালট হবে এক পাতার। কাজেই ভোট শেষে গণনা প্রক্রিয়ায় সময় একটু বেশি লাগতে পারে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

ড. মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, ‘আমাদের মেশিন প্রতি ঘণ্টায় ৫-৬ হাজার ব্যালট স্ক্যান করতে পারে। কিন্তু ৬ হাজার ভোট হলে প্রতিটি ব্যালট ৫ পাতার হওয়ায় মোট ৩০ হাজার পৃষ্ঠা স্ক্যান করতে হবে। এতে অতিরিক্ত ৫ ঘণ্টা সময় লাগবে। তাই ফলাফল ঘোষণার জন্য ধৈর্য ধরতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আর বলেন, ‘কেন্দ্রের বাইরে যারা থাকবেন তারা গণনা শেষে আন-অফিশিয়ালি ফলাফল জানতে পারবেন। আর রাত যত দেরিই হোক আমরা অফিসিয়ালি ফলাফল ঘোষণা করবো।’

সারাবাংলা/এএস/এইচআই

ডাকসু নির্বাচন ফল

বিজ্ঞাপন

ভালবাসার অষ্টপ্রহর
২৬ আগস্ট ২০২৫ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর