Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৪:৫৩

অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

বাগেরহাট: সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৬টায় ওই এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা মঙ্গলবার ডাকাতির উদ্দেশ্যে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এর ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে একটি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত আলমগীর হোসেন সাগর (৪৫) স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। তার বাড়ি বাগেরহাটের মোংলায়।

আটক ডাকাত ও জব্দ হওয়া অস্ত্র-গুলির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এসডব্লিউ

অস্ত্র উদ্ধার ডাকাত আটক ডাকাত করিম-শরীফ বাহিনী